হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গলাবাজি করে প্রতিবাদ জানানোর কিছু নেই। নিজেরা নিজস্বভাবে এর জবাব দিতে হবে এবং প্রতিহত করতে হবে।
আজ ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।
জিএম কাদের বলেন, সবদলের অংশগ্রহনে নির্বাচন না হলে শেখ হাসিনার সাথে কোনো পার্থক্য থাকবে না। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দেশের ৫০ শতাংশ জনগণের প্রতিনিধিত্ব করে। দলটি বাদ দিলে জাতিগত সংঘাত এবং অবিশ্বাস তৈরি হতে পারে, যা জাতীয় ঐক্যের ডাকের মাধ্যমে আরও গভীর হবে বলে মনে করেন তিনি।
আলোচনা সভায়, জিএম কাদের আশঙ্কা প্রকাশ করেন যে, জাতীয় ঐক্যের ডাকের মাধ্যমে দেশে জাতীয় অস্থিরতা ও অনৈক্যের সূচনা হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024