গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে সামনে রেখে কালিহাতী উপজেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ অক্টোবর বিকাল ৫টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এই সভাটি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজা।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম আমিনুল ইসলাম, লুৎফর রহমান লেলিন, ইদ্রিস আলী, সালমান ফরাসি টিটো এবং সদস্য জাহাঙ্গীর প্রমুখ।
সভায় কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন যুবদল, কালিহাতী ও এলেঙ্গা পৌর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা যুবদলের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতায় যুবসমাজকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024