স্টাফ রিপোর্টারঃ মাহামুদুল হাসান
গাজীপুর মহানগরীর পূবাইলে হিন্দু সম্প্রদায়ের জমি নিয়ে বিরোধের জেরে পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবিষয়ে শনিবার (২৬ অক্টোবর) নিকটস্থ পূবাইল থানায় ক্ষতিগ্রস্ত ইন্দ্র মোহন মল্লিকের ছেলে নির্মল মল্লিক বাদী হয়ে চন্দ্র মোহন মল্লিকের ছেলে উত্তম কুমার মল্লিক,শাহজালাল, সঞ্জয় শিকদার, শিনিকদা রানী মল্লিক, দিপালী রানী মল্লিকসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ২৫ অক্টোবর সকালে নগরীর ৪১ নং ওয়ার্ড ভাদুন মাইজগাঁও মৌজাস্থিত আর এস ৩২ নং খতিয়ানভূক্ত ১১ নং দাগে পৈতৃক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে নামজারি ও জমাভাগ করে বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছে ইন্দ্র মোহন মল্লিক ও তার ছেলে নির্মল মল্লিক।হঠাৎ গতকাল সকালে চন্দ্র মোহন মল্লিকের ছেলে উত্তম ও স্থানীয় শাহজালালের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শতবর্ষ ভোগদখলে থাকা বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে। ইন্দ্র মোহন মল্লিক ও তার স্ত্রীকে সরিয়ে দিয়ে ঘরে থাকা গরু বিক্রির নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকা লুটে নেয় সন্ত্রাসীরা।
এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো.আমিরুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হইবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024