বাংলার আলো টিভি ডেস্কঃ
চাটখিল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ধর্ষণ মামলার এজাহারনামীয় ০১ জন আসামী ও নিয়মিত মামলার ০৩ জন আসামী এবং মোবাইল কোর্ট সাজা প্রাপ্ত ০১ জন আসামী সহ সর্ব মোট-০৫ জন আসামী গ্রেফতার সংক্রান্তে।
অদ্য ১৩/০৪/২৫ ইং তারিখ নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার, চাটখিল সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, অফিসার ইনচার্জ, চাটখিল থানা, নোয়াখালী এর নেতৃত্বে ০১। এসআই (নিরস্ত্র)/ মোহাম্মদ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন ০৪ নং বদলকোট ইউনিয়নে হীরাপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানার মামলা নং- ১২, তাং- ১৩/০৪/২৫ ইং, ধারা- ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সং/২০২০) ; তৎসহ ৮ (১)/৮ (২) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর এজাহার নামীয় আসামী মোঃ বশির (৫০), পিতা- মৃত আব্দুল ছাত্তার, সাং- হীরাপুর (মোল্লা বাড়ী), ০৫ নং ওয়ার্ড, ০৪ নং বদলকোট ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীকে গ্রেফতার করেন। ০২। এসআই (নিরস্ত্র)/ মোঃ সাদী সুফল সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন ০৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া চাটখিল থানার মামালা নং- ১১, তাং- ১৩/০৪/২৫ ইং, ধারা- ১০৫ সড়ক পরিবহন আইন, ২০১৮ এর এজাহার নামীয় আসামী মোঃ আবু বকর (৩২), পিতা- আবিদুর রহমান, সাং- হাসেমপুর (কালুজি তালুকদারের বাড়ী) , থানা- চন্দনাইশ, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করেন। ০৩। এসআই (নিরস্ত্র)/ মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ০৪ নং বদলকোট ইউনিয়নের বদলকোট গ্রামে বিশেষ অভিযান করিয়া চাটখিল থানার মামলা নং- ১০,তাং-১১/০৪/২৫ ইং, ধারা-১৪৩/৩৪১/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬(২) পেনাল কোড এর এজাহার নামীয় আসামী ০১। মোঃ সজীব (৩০), পিতা- মোজাম্মেল, ০২। মাসুদ(৩৭), পিতা-আবুল কালাম , সাং- পশ্চিম বদলকোট (কাজী বাড়ী), ০৪ নং ওয়ার্ড, থানা- চাটখিল, জেলা- নোয়াখালীদ্বয়কে গ্রেফতার করেন।০৪। এএসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রাম হইতে মাদক সেবনের অপরাধে তারেক রহমান (২২), পিতা- আবু তাহের, সাং- চাঁন্দপুর, ০৪ নং ওয়ার্ড, ০৪ নং বদলকোট ইউনিয়ন, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী গ্রেফতার করেন। পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট, চাটখিল, নোয়াখালী উক্ত আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন- ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ /- টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
বর্নিত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024