বাংলার আলো টিভি ডেস্কঃ
উপজেলার টেকনাফে মুরগির পাওনা টাকার জের ধরে প্রতিপক্ষের মারধরে দিলদার আহামদ (৫০) নামের এক ব্যাক্তি মৃত্যু হয়েছেন। নিহত দিলদার আহমদ হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মনির ঘোনা এলাকার আবদু সোবহানের পুত্র।
সোমবার (৩ মার্চ) দুপুর পৌনে দুইটায় টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী জলাল আহমদ জানান, আমি জুহুরের নামাজ শেষ করে বাড়িতে ফিরার সময় বিষয়টি শুনেছি।
স্থানীয়রা জানান, মুরগি বিক্রির বকেয়া ২৫০ টাকা নিয়ে মনিরঘোনার দোকানদার আবুল হাশেম ও নিহত দিলদারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কিলঘুষি ও লাথি মারতে থাকে দিলদারকে। এতেই দিলদার মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উখিয়া উপজেলার পালংখালীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। লাশ সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024