মোহাম্মদ মাহবুব আলম, রিপোর্টার
মোঃ নাঈম বাদশা (১৪) পিতার নামঃ বক্কর আলী, মাতার নামঃ রিনা আক্তার, স্থায়ী ঠিকানাঃ গ্রাম পাইকশা, ইউনিয়ন ওয়ার্ডঃ সলিমাবাদ নাগরপুর, জেলাঃ টাঙ্গাইল।
বর্তমান ঠিকানাঃ শ্যামবাজার নিউ সবজি মার্কেট এর খালেক মিয়ার মিষ্টি কুমড়ার আড়ৎ। সুত্রাপুর ঢাকা। মামুনুল হক জামে মসজিদ (মাদ্রাসায়) হেফজখানায় পড়ালেখা করে। গত ১১/১০/২০২৪ ইং তারিখ আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সাথে ধুপখোলা মাঠ (গেন্ডারিয়া) খেলাধুলা করার জন্য আসে। পরবর্তীতে মোঃ নাঈম বাদশা খেলাদুলা করে মাদ্রাসার মেসে ফিরে না গেলে উক্ত মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল হজুর গত ১২/১০/২০২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় ফোন করে ছেলের বাবাকে জানান যে, তার ছেলেকে খুঁজে পাওয়া যাইতেছেনা।
উক্ত ঘটনাটি ছেলের বাবা জানার পরে তাৎক্ষনিক তার আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। কিন্তু অদ্য পর্যন্ত এ ছেলের কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ছেলের শারীরিক বর্ণনাঃ- লম্বা অনুমান ৫ফুট ২ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বা, পড়নে-পাঞ্জাবি ও পায়জমা ছিলো, আঞ্চলিক ভাষায় কথা বলে।
যদি আপনারা কোন সহৃদয়বান ব্যক্তি এই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচে দেওয়া মোবাইল নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। যে ব্যক্তি ছেলেটির সন্ধান দিতে পারবে তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে। ০১৩২১৪৪৬৯৬১