হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ
তীব্র তারল্য সংকটে ন্যাশনাল ব্যাংক, বাড়ছে গ্রাহকদের ভোগান্তি। দু মাসেরও বেশি সময় ধরে গ্রাহকের চাহিদা মত টাকা দিতে পারছেনা ন্যাশনাল ব্যাংকের সিলেট এর শাখাগুলো। প্রথম দিকে বিশ হাজার করে দিলেও বর্তমানে তিন থেকে পাচ টাকার উপরে গ্রাহকদের টাকা দিতে পারছেনা ন্যাশনাল ব্যাংকের সিলেটের শাখাগুলো।
দীর্ঘ দিন ধরে চলা এ ভোগান্তিতে ক্ষুব্ধ সিলেটের শিবগঞ্জ শাখার গ্রাহকরা ব্যাংকের কর্মকর্তাদের ভেতরে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মহানগরের শিবগঞ্জ ব্রাঞ্চে তালা দেন ক্ষুব্ধ গ্রাহকরা। এর আগে মঙ্গলবার ন্যাশনাল ব্যাংকের গোলাপগঞ্জ শাখায়ও তালা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন গ্রাহকরা।
ক্ষুব্ধ গ্রাহকরা জানান, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন থেকে গ্রাহকেরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা বিভিন্ন অ্যামাউন্টের চেক নিয়ে নগদ উত্তোলনের জন্য গেলে তাদের দেওয়া হচ্ছে ৫-১০ হাজার টাকা। কারণ জানতে চাইলে বলা হচ্ছে, ব্যাংকে টাকার সংকট রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে ব্যাংকের গেটে তালা ঝুলালো হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজার সাব্বির হানান জানান, গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ ব্যাংকের শাখাগুলোতে পর্যাপ্ত টাকা নেই। এ জন্য গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। আশা করি দ্রুত তারল্য সংকটের সমাধান হবে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রাহকদের বুঝিয়ে গেটের তালা খোলা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের এমডির সাথে কথা হয়েছে। তিনি টাকা পাঠানোর আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024