বাংলার আলো টিভি ডেস্কঃ
১৭ মার্চ ২০২৫ বিকাল ৪টায় নয়াপল্টনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর আয়োজনে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মো: কামাল হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুমমান কাদের চৌধুরী, জিসপ-এর উপদেষ্টা শামীমা বরকত লাকি, লেবার পার্টি সভাপতি লায়ন ফারুক রহমান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
এছাড়া উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে সমাজের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা সকলের মধ্যে শান্তি, ঐক্য এবং দেশের উন্নয়নের জন্য একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় উপস্থিত সবাই একযোগে আল্লাহর কাছে দেশ ও জাতির উন্নতি এবং নেতাদের সুস্থ্যতা কামনা করেন।
এ ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং একতার পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করে, যা জাতীয় উন্নয়নের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024