আবু নাঈম রিপন, নরসিংদীর, শিবপুর
উপজেলার বাড়ৈগাও হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ঢাকা মনোহরদী অঞ্চলিক মহাসড়কের উপর গত ১৫ অক্টোবর মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার সময় ১০/১২ জনের
এক দল ডাকাত অস্রের মুখে জিম্মী করে পিক আপ ভ্যান দিয়ে ট্রাক টি দাড় করিয়ে সিলিন্ডার ভর্তি ট্রাক টি আটক করে।
ট্রাকটির নাম্মার ঢাকা -মেট্রো ন-২৩ ৩৩৬৭
গাড়ির রং নীল, যার আনুমানিক মূল্য ৩০, ০০০০ (ত্রিশ লাখ টাকা) উক্ত ট্র্যাকে ৩৩৬পিস বেক্সিমকো এলপি গ্যাসভর্তি সিলিন্ডার ছিলো। মংলাবন্দ থেকে কিশোরগঞ্জের তারাইল যাওয়ার উদ্দেশ্যে উক্ত স্থানে পৌছালে ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাকটি ছিনতাই করে। এ সময় ট্রাকের ড্রাইভার মোঃ রুবেল মিয়া (২৭) ও হেলপার মোঃ নয়ন মিয়াকে (২৪) হাত পা বেধে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে বেধরক পিটিয়ে তাদের কাছ থেকে ২টি মোবাইল ও নগদ ৩১০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাদেরকে জঙ্গলে ফেলে রেখে মাল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।
১২ ফুট লম্বা রানার আইছার মডেল ১০৫৫ এই ট্রাক টি ছিনতাই করে নিয়ে যায়।
গাড়ির মালিক লোকমান হোসেন (গ্ৰামঃ পুরানবাড়ি, পোঃ আমতলা, উপজেলাঃ কেন্দুয়া, জেলাঃ নেএকোনা) ঘটনাটি শুনার পর ৯৯৯ এ ফোন দিলে আধাঘন্টার মধ্যে ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্ত এ সময়
ডাকাতরা আশেপাশে কোথাও গা ডাকা দেয়।
এ ব্যাপারে ১৯ অক্টোবর শনিবার শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করতে গেলে অভিযোগ টি গ্রহণ করেন নি থানা কতৃপক্ষ।
উপায়ন্তর না দেখে গাড়ির মালিক লোকমান হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর শিবপুর উপজেলা ক্যাম্প এ লিখিত অভিযোগ দাখিল করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024