হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্রঃ
মেধার নেই কোন বিকল্প, উদ্দামতা নিয়ে নিজের অবস্থানকে প্রতিনিয়ত আরও সুদৃঢ় করে চলেছেন ফ্যাশন ডিজাইনার রুনি। শুভানুধ্যায়ী ও অনুসারীদের কথা ভেবে তৈরি করেন সময়োপযোগী নতুন ডিজাইনের পোশাক এবং তা ক্রেতা দর্শনার্থীদের সামনে তুলে ধরেন তার এক্সিবিশন গুলোতে।
উৎসব কিংবা উপলক্ষকে ঘিরে
কোন পোশাকে নিজেকে অন্যের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা আনে,তা নিয়ে নেই অন্ত গবেষণার,আর এই গুরু দায়িত্বটুকু ফ্যাশন ডিজাইনার পালন করে যান নির্বিঘ্নে,তার মেধা দিয়ে । জনপ্রিয় মুখ ডিজাইনার রুনি তাদেরই একজন। ফ্যাশন ডিজাইন রুনি'র নেশা এবং পেশা, চলছে দুটোই সমান তালে তার পথচলায়।
আগামী ২২ মার্চ শনিবার দুপুর দুটো থেকে রাত বারোটা ও ২৩ মার্চ রবিবার দুপুর ১২ টা থেকে রাত বারোটা অবধি নিউইয়র্কেক জ্যামাইকার 'জাশন' পার্টি সেন্টার, (১৬৫-২৩ হিলসাইড আভিনিউতে) মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার নানা রঙে অনেক যত্ন করে সাজিয়েছেন রুনি তার ডিজাইনকৃত পোশাক নিয়ে এই ঈদ এক্সিবিশন।
বিশাল এই আয়োজনে আপনাদের উপস্থিতি খুঁজে না পেলে সার্থকতা আসবেনা তার এই পুরো আয়োজন। নিজের প্রতি আছে আত্মবিশ্বাস তাই ক্রেতা নিয়ে রুনি বিচলিত নয়, তবে তার সুপ্ত বাসনায় দর্শনার্থীদের প্রত্যাশা অনেক। বাপসনিউজকে এ সংবাদ জানিয়েছেন নিসার জানিল শুডডু ।
হাজারো ব্যস্ততার মাঝেও আপনাদের আন্তরিক একাত্মতায় রুনি'র নান্দনিক পথচলায় অনুপ্রেরণা যোগাবে নিঃসন্দেহে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024