বাংলার আলো টিভি ডেস্কঃ
সিয়াম নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে যাওয়ার পথে উক্ত টাকা রাস্তায় কুড়িয়ে পান। বাজারে গিয়ে দেখেন একজন সুপারী ব্যবসায়ী টাকা হারিয়ে গেছে বলে আহাজারী করছেন। তখন উপযুক্ত প্রমান দিতে পারায় সে ঐ ব্যবসায়ীর টাকা ফিরিয়ে দেয়।
সিয়ামের এই সততা দেখে মুগ্ধ হন এলাকার সকলে। সবাই তার প্রশংসা করেন এবং তার জন্য দোয়া করেন। আমাদের সবাইকে সিয়াম এর এই মানবিক দৃষ্টান্ত বুকে ধারণ করে এই শপথ নেওয়া উচিত যে, কখনো কাউকে না বলে কারো কোন সম্পদ, টাকা-পয়সা বা অন্য কিছু আত্মসাৎ করবোনা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024