বাংলার আলো টিভি ডেস্কঃ
আজ শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” এর প্রতিনিধি চাঁদপুর নিবাসী আব্দুস সাত্তার উক্ত সংগঠন এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং লোন বিতরণ সম্পর্কে উপস্থিত লোন প্রত্যাশীদের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” এর আহবায়ক আ.ব.ম. মোস্তফা আমীন এর নেতৃত্বে কাঙ্খিত আইন প্রণয়নের লক্ষ্যে দেশে বিদেশে দেশপ্রেমিক জনগোষ্ঠীকে সংগঠিত করা হচ্ছে। যেসব মানুষ তাদের থেকে আদায় করা ভ্যাট, ট্যাক্সের লোপাট ও পাচার হওয়া অর্থ যৌক্তিক ও ন্যায্য কারণে পুঁজি হিসেবে ফেরত পেতে চান “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” এর সেচ্ছাসেবী সংগঠকদের মাধ্যমে নির্ধারিত ছকে লোনের আবেদন গ্রহন করা হচ্ছে।
বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিংগাপুর, অষ্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় বসবাসরত দেশপ্রেমিক প্রবাসীদের মাধ্যমে ঐসব দেশে অর্থ পাচারকারীদের তালিকা করা হচ্ছে। দেশের ভিতরে লুটেরাদের তালিকা ও হবে। সংবিধানের আওতায় আইনের দ্বারা সঠিক উপরোক্ত জাতীয় সংস্থা এসব তথ্য ব্যবহার করে সকল দুর্নীতির অর্থ আদায় করে বিশেষ তহবিলের মাধ্যমে জনগনকে পুঁজির জোগান দিবে।
তিনি আরো জানান, বিগত সরকার গুলোর বিদেশে পাচার হওয়া টাকাগলো দেশে ফেরত এনে কৃষক, শ্রমিক এবং বিভিন্ন উদ্বাক্তাদের মাঝে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত লোন দিবেন তার সংগঠন। এ লোন বিতরণে বিনা জামানত এবং বিনাসুদে ১০০ কিস্তিতে শোধ করতে পারবেন গ্রাহকগন। যেমনঃ ১জন গ্রাহক ১ লাখ টাকা নিলে তাকে প্রতি মাসে ১ হাজার টাকা করে ১০০ কিস্তি পরিশোধ করতে হবে। তিনি আরও জানান প্রতি ওয়ার্ড/ইউনিটে ৩০০ জনকে লোন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার সংগঠন।
উক্ত অনুষ্ঠানে পরানপুর, কাঁকড়াপাড়া এবং কুলশ্রী গ্রামের প্রায় ৩ শতাধিক এর বেশি লোন প্রত্যাশী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবার অনুরোধে উক্ত অনুষ্ঠানে সভাপতি করেন মোঃ জাকির হোসেন (মনু)। সে নিজেও তাদের আদশ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানেন না। উপস্থিত সভায় লিফলেট বিতরণ করা হয়েছে। সে লিফলেট থেকে জাকির হোসেন উক্ত সংগঠন এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তাদের লিফলেটের কপি সংযুক্ত করা হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরানপুর, কাঁকড়াপাড়া ও কুলশ্রী গ্রামের প্রধান সমন্বয়কারী (আওয়ামী লীগ নেতা) মোঃ আলা উদ্দিন, অন্যতম সমন্বয়কারী (জামায়াত নেতা) মোঃ বেলায়েত হোসেন, নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা বিএনপি’র নেতা মোঃ তাজুল ইসলাম চৌধুরী, চাটখিল উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিলার ও আওয়ামী লীগ নেতা মোঃ কামাল হোসেন, শাহ্ জিয়া উদ্দিন (দুলাল), আওয়ামী লীগ নেতা মোঃ ইসমাইল হোসেন, জামায়াত নেতা মনির হোসেন (মনু) সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024