বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক ফেরারী আসামিকে গ্রেফতার করেছে।
আজ সোমবার (১১ নভেম্বর) বিকালে চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দীর্ঘদিন পালিয়ে থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছয়ানী টবগা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানান, জাহাঙ্গীর একজন মাদকাসক্ত, পাশাপাশি সে মাদক ব্যবসার সাথেও জড়িত। এর আগে থানা পুলিশ তাকে মাদকসহ গ্রেফতার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024