বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিলে (১৪ ডিসেম্বর) শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চাটখিল উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলার নবাগত নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানের পরিচালনায় সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের চাটখিল পৌরসভা সভাপতি সার্জেন্ট দীন মোহাম্মদ, জামায়াত নেতা মোঃ ওমর ফারুক, উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেন সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে জাতিকে মেধাশূণ্য করার লক্ষ্যে পাক হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর এবং আল শামস্ বাহিনীর সহযোগিতায় হত্যা করে।
বক্তারা আরো বলেন আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন কোন ভাবেই বিফল হতে দেওয়া যাবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024