বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরানপুর হইতে সোনাইমুড়ী উপজেলার থানার হাট বাজার বিশাল কচুরিপানায় পরিপূর্ণ মহেন্দ্র। দিনের বেলায় সাপ, বিচ্চু ও মশায় জ্বালায় অতিষ্ঠ এ এলাকার মানুষ। থানার হাট বাজারের সমস্ত বজ্য এই খালে ফেলা হচ্ছে।
কচুরিপানার কারণে মাছ মরে যাচ্ছে। ময়লা-আবর্জনার কারণে খালের পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। যার কারণে এ এলাকার কৃষকগন সঠিক সময়ে বীজতলা প্রস্তুত এবং বীজধান ফেলতে পারবেনা। আর জন্য সঠিক সময়ে ধান রোপণ করতে পারবেনা।
কচুরিপানা পরিষ্কার করলে পানি প্রবাহ বেড়ে গেলে বিভিন্ন বর্জ্য এবং কলকারখানার বিষাক্ত ক্যামিক্যালযুক্ত পানি সরে যাবে এবং কৃষকগনের ফলন ভালো হবে বলে তারা জানিয়েছেন।
তাই চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024