বাংলার আলো টিভি ডেস্কঃ
জানা যায় যে, গতরাতে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন এর কুলশ্রী গ্রামের পাটোয়ারী বাড়িতে ঘটনাটি ঘটেছে। একই বাড়ির ব্যবসায়ী নুরুল্লাহ্ তার দীর্ঘ দিনের জমানো টাকাগুলো তার বায়রাকে দেওয়ার জন্য ঘরে রাখে। যা বায়রার পাওনা টাকা।
চোরচক্র টাকার বিষয় টের পেয়ে রাতের বেলা খাবারের সাথে ধুতরা জাতীয় দ্রব্য মিশিয়ে ঘরের সবাইকে অচেতন করে আলমারির চাবি সংগ্রহ করে সেখানে থাকা প্রায় ২লাখ টাকা নিয়ে যায়। সেই ধুতরা মিশানো ভাত খেয়ে সকালে তাদের একটি হাঁস অসুস্থ্য হয়ে পড়লে তাকে তাড়াতাড়ি জবাই করা হয়েছে এবং একটা বিড়াল ও অসুস্থ্য পড়ে।
তাদের ধারণা জানাশোনা কেউ এই কাজ করতে পারে। কারণ তাদের আলমারির চাবি কোথায় আছে ও টাকা কোথায় আছে সবকিছু তারা জানে এবং সে অনুযায়ী দ্রুত টাকা নিয়ে সরে পড়ে তারা। এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024