বাংলার আলো টিভি ডেস্কঃ
পঞ্চগড়ে টাস্কফোর্সের অভিযানে মূল্যবান একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এসময় নুরুজ্জামান হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি'র) অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, তাদের পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের কষ্টিপাথরটি উদ্ধার করে। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধে তৎপর রয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত মাদকবিরোধী ও চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024