বাংলার আলো টিভি ডেস্কঃ
আজ বৃহস্পতিবার (২রা জানুয়ারি ২০২৫) সকাল ১০টায় পরানপুর জামিয়া ছিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসায় নতুন শিক্ষা বছরের নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন (মনু) এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মুহতামিম মুফতী আব্দুল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমানে উপদেষ্টা জনাব ডাঃ আবুল খায়ের।
উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিজি, সদস্য মোঃ শিবলু এবং সদস্য মোঃ আবদুল হাই।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রী। সভাশেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথি, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এবং শিক্ষক মন্ডলী। নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।