এস এম শাহজাহান কবির জুয়েল, ক্রাইম রিপোর্টার, ফরিদপুর জেলাঃ
ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নামে এক শিশুকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামী সিফাত মোল্যাসহ (২৪) দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সিফাত জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। এছাড়া একই সাথে অপর আসামী মৃগী গ্রামের আসাদ শেখের ছেলে সজল শেখকেও (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাবের এই কর্মকর্তা জানান, শিশুকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব-১ এর সহযোগিতায় গাজীপুরের সফিপুর থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় তাঁদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায় যে, গত ৭ ডিসেম্বর ২০২৪ জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে শিশু জিহাদকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা চালায় একটি কিশোর গ্যাং। জিহাদ পাশ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। যে ভিডিওতে মাটি খুড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য ফুটে ওঠে। ঘটনার পরে ওই শিশুর বাবা কোতয়ালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024