বাংলার আলো টিভি ডেস্কঃ
আজ ১৪ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ নামে একটি সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ করে। বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ এর অস্থায়ী কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ ১ ঢাকা ১০০০।
ছাত্র-জনতারার আন্দলনে শহিদদের রক্তের বিনিময়ে গত ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের হাত থেকে এই দেশ যুক্ত হয়েছে। কিন্তু বর্তমানেও আমরা একটি ক্লান্তিলগ্ন পার করিতেছি। দেশের ক্লান্তিলগ্নে মানবতার সেবায় বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ নামে একটি সামাজিক সংগঠন এর আত্মপ্রকাশ হয়েছে।
৭১ এর লাখো শহীদ এবং ২৪ এর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ২৪ এর আহত সকলের প্রতি রইলো সমবেদনা। তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রইল রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা। জাতির ক্লান্তিলগ্নে যারা দেশের হাল ধরেছেন তাদেরকেও জানাই বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা।
বাংলাদেশ জাতীয় শক্তি পরিষদ এর কার্যক্রমঃ
১। এটি একটি অরাজনৈতিক সংগঠন।
২। সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার এর যে কোনো মানবতা বিরোধী অথবা অন্যায়ের বিরোদ্বে সর্বদায়ী সোচ্চার থাকবে আমাদের এই সংগঠন এবং সদা প্রতিবাদ করে যাচ্ছি এবং করবো।
৩। বাংলাদেশের প্রতিটি নাগরিক এর মানবাধিকার নিয়ে আমাদের সংগঠন কাজ করে চলেছেন।
৪। ৭১ এর বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গোনাদের পুনঃবাসন ও সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছি।
৫। এতিম, অসহায় ও ছিন্নমূল পথশিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি।
৬। ঘুষ,দুর্নীতি, অন্যায় ও অবিচার নিরষন করা এবং সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষে কাজ করে যাচ্ছি।
৭। বাল্য বিবাহ, শিশুশ্রম ও এসিড সন্ত্রাসদের বিরুদ্ধে কাজ করে থাকি এবং অইনী সকল সহায়তা দিয়ে থাকি।
৮। দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার লক্ষে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024