বাংলার আলো টিভি ডেস্কঃ
বিয়ের দাওয়াত না দিয়ে প্রতিবেশীর বাড়ির সামনে কনের বাবার গেট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) মাগুরা জেলা সদরের বজরুকশ্রীকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ঠা নভেম্বর) বুজরুকশ্রীকুণ্ডি গ্রামের ইনসার মিয়ার মেয়ের বিয়ের জন্য গেট তৈরি করা হয় স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির সামনে। গেট করা হলেও রাজ্জাক মোল্লা ও তার পরিবারের কাউকে দাওয়াত না দেওয়ায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সোমবার বিয়ে শেষ হওয়ার পর মঙ্গলবার সকালে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৭ টা থেকে ৯টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় শামীম মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, বিয়ের দাওয়াতের বিষয়ে তারা কিছু জানেন না। তবে বিয়ের দাওয়াত নিয়ে কথা-কাটাকাটি হয়। এতে তার নিজের বাড়িতেও হামলা হয়েছে।
এদিকে এ ঘটনার পর কনের বাবাকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিয়ের গেট খুলছে ডেকোরেটরের লোকজন। ওই এলাকায় পুলিশের দুটি গাড়ি টহলে রয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইমরুল বলেন, সকালে ঘটনার পরপর সেনাবাহিনী ঘুরে গেছে। এরপর পুলিশ পাহারা দিচ্ছে। যারা মারামারি করেছিল, তারা কেউ বাড়িতে নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024