মোঃ মিঠু মিয়া, গাইবান্ধাঃ
ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
৭ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার কন্যা। অভিযোগে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা ইউনুস আলী ছেলে। ভুক্তভোগীর অভিযোগ, কনক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসি ঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে নৌকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার সাব ইন্সপেক্টর আয়নাল হক বলেন, থানায় অভিযোগ দিয়েছেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত কনক কে গ্রেপ্তার করা হয়েছে। আগামী কাল কোর্টে পাঠানো হবে।ভুক্তভোগীর পরিবার অপরাধীর কঠিন বিচারের দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024