বাংলার আলো টিভিঃ
মুহতারাম,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আলহামদুলিল্লাহ, জামিয়া সিদ্দিকীয়া ইসলামীয়া এতিমখানা মাদ্রাসাটি ’ একটি খালেস দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । হযরত কাসেম নানুতুবী রহঃ প্রেরণা ও ওলামায়ে দেওবন্দের চেতনাকে ধারণ করে ‘জামিয়া ছিদ্দিকীয়া ইসলামীয়া এতিমখানা এক সুদূরপ্রসারী লক্ষ্যে অগ্রসর হচ্ছে, আলহামদুলিল্লাহ। নববী উত্তরাধিকার বিতরণের সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এর অভীষ্ট লক্ষ্য। উলূমে নবুওয়াত তথা ইসলামী শিক্ষা বিস্তারের মাধ্যমে ইসলামের সার্বজনীন দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া এর অন্যতম কর্মসূচী।
আলহামদুলিল্লাহ! প্রতিষ্ঠালগ্ন থেকে মাদরাসা তার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও কর্মসূচী বাস্তবায়নে নিবৃত রয়েছে। অভিজ্ঞ, মেধাবী, দায়িত্বশীল ও নিষ্ঠাবান উস্তাযগণের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পরিচালিত এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নিকট স্বীকৃত একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সিদ্দিকীয়া ইসলামীয়া।
আমরা মনে করি আপনার সন্তান আমাদের কাছে আমানত, তাই আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আলহামদুলিল্লাহ আমরা খুবই সচেতন এবং খুবই আন্তরিক।
বিশিষ্ট ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত।
সুন্নাতে নববী এর আমলি যিন্দেগির বাস্তব অনুশীলন।
সম্পূর্ণ রাজনীতি মুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা।
এতিম, গরীব, অসহায় ছাত্রদের লিল্লাহ ফান্ড থেকে সুযোগ সুবিধা প্রদান।
‘জামিয়া ছিদ্দিকীয়া ইসলামীয়া এতিমখানা এর ১৪৪৫ হি. মোতাবেক ২০২৫ ইং শিক্ষাবর্ষে নতুন ও পুরাতন ছাত্রদের (কোটা খালি থাকা সাপেক্ষে) ভর্তিকার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ।
আগ্রহী ছাত্রদের মাদরাসা অফিসে যোগাযোগ করে ভর্তির কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।
ছাত্র ভর্তি সংক্রান্ত তথ্যঃ
❏ পুরাতন ছাত্রদের ভর্তি নবায়নঃ
১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।
❏ নতুন ছাত্র ভর্তিঃ
১৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। (কোটা পূরণ সাপেক্ষে)
❏ ভর্তির সময়ঃ প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
ভর্তির জন্য যা প্রয়োজনঃ
❏ ভর্তির সময় অভিভাবকের উপস্থিতি অপরিহার্য।
❏ ভর্তি চূড়ান্ত করার জন্য অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, সংশ্লিষ্ট ছাত্রের পাসপোর্ট সাইজ দুই কপি ছবি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসা আবশ্যক।
প্রদেয়সমূহঃ
ভর্তি ফরম+ভর্তি ফি= ১০০০ টাকা মাত্র
মাসিক বেতন (বাধ্যতামূলক) =৫০০
বোডিং খাবার খরচ=২০০০ টাকা মাত্র
ইতিম তালিবুল ইলেমদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি এর ব্যবস্থা।
ভর্তি সংক্রান্ত যোগাযোগঃ
01602813344
01644220839
01845013473
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024