ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে ৮টিমের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোজাম্মেল হক প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাশ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ের মাঠে, ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে ৮টিমের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, খেলাটির সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের কেন্দীয় নির্বাহী কমিটির ১নং সদস্য, জেলা বিএপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম সহকারী শিক্ষক রহিম বখস উচ্চ বিদ্যালয়।
আরো উপস্থিত ছিলেন মোঃ তানভীর চৌধুরী সদস্য সচিব বীরগঞ্জ উপজেলা যুবদল, আব্দুল বাসেদ, রফিকুল ইসলাম, রিয়াজুল ইসলাম, মোঃ ছাদেকুল ইসলাম সাদেক বিএনপির যুগ্ম আহবায়ক ৮নং ভোগনগর ইউনিয়ন, মোখলেসুর রহমান যুবদল, মোঃ রাজু ইসলাম, সহ আরো বিএনপির নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী দল আব্দুর রাজ্জাক একাদশ এর হাতে পুরষ্কার তুলে দেন বিশেষ অতিথি আলহাজ্ব নজরুল ইসলাম সহকারী শিক্ষক, রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রশিদুল ইসলাম, সহকারি রেফারি রিফাত ইসলাম, সহকারী রেফারি জাহাঙ্গীর আলম, ধারাভাষ্যকার ছিলেন পরিমল চন্দ্র রায় এবং সাংবাদিক মোজাম্মেল হক প্রচার সম্পাদক ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাব সহ ক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।