হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
সূদূর ইংল্যান্ড থেকেও দেশের মানুষকে অন্তর থেকে ভালোবাসা যায়, তাদের বিপদে আপদে পাশে থাকা যায়-তার এক অনন্য হলেন উদাহরণ বৃটিশ নাগরিক বাংলাদেশী বীরবিক্রমের সন্তান অনামিকা আজম।
শহীদ বীরবিক্রম আলী আজম খোকার মমতাময়ী কন্যা তিনি।
নিজ উদ্যোগে 'অনামিকা আজম ফাউন্ডেশন' গঠন করে নোয়াখালী, কুমিল্লা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।
বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অনামিকা আজম দুই যুগেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে বসবাস করলেও পিতার দেশপ্রেমের পুরোটাই পেয়েছেন তিনি। আর এ কারনেই দীর্ঘ প্রবাস জীবনে এক মুহুর্তের জন্যও দেশকে ভুলতে পারেননি। ইংল্যান্ড বিখ্যাত সেন্ট প্যাট্রিক ইউনিভার্সিটি থেকে ব্যবসা এবং আইনে স্নাতক করেছেন তিনি। ইংল্যান্ড এর প্রাণকেন্দ্র হোয়াইট চ্যাপেলে দীর্ঘদিন থেকে বসবাস করছেন তিনি। উদ্যোক্তা ও আইন ব্যবসায় অর্জিত অর্থই তিনি দেশের মানুষের সেবা করে যাচ্ছেন।
অনামিকা আজম তার ফাউন্ডেশনের পক্ষ থেকে নানাভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছেন। গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণসহ সেলাই মেশিন প্রদান করেছেন। গ্রামের অসহায় এতিমদের
কোরআন শিক্ষার সুবিধার্থে বিনামূল্যে উন্নতমানের কোরআন শরীফ বিতরণ করেছেন। কুমিল্লা ও নোয়াখালীতে বন্যা কবলিত এলাকার জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বিতরণ করেছেন। অসহায় অনেক এতিম শিশুদের ভরণ-পোষণ ও লেখাপড়ার গুরু দায়িত্ব পালন করেন অনামিকা আজম।
অনামিকা আজমের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য একটি দক্ষ স্বেচ্ছাসেবক টিম রয়েছে। যারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়েজিত রয়েছেন। অনামিকা আজম অনেক গৃহহীনদের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। অসুস্থ মানুষগুলোর পাশে দাড়িয়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য লক্ষ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন। অনেক বিধবা ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান, চিকিৎসা সহায়তা । তাদেরকে সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত করতে নানা উদ্যোগ নিয়েছেন।
২০১৯ সালে অনামিকা আজম ফাউন্ডেশন গঠন করার পরে অর্ধযুগ ধরে অসহায় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
মানুষের কল্যাণে কাজ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি। দীর্ঘ এই পথযাত্রায় নিজেকে সব সময় প্রচারের বাইরে রেখেছেন এই মমতাময়ী নারী। অনামিকা আজম ফাউন্ডেশনের মূল স্লোগান অনামিকা আজম ফাউন্ডেশন এর অঙ্গিকার
সুবিধাবঞ্চিতরা হারাবে তাদের অধিকার
অসহায় দরিদ্রের ঈদ উপহার, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ আরও অনেক উদ্বাবনী কর্মসূচি পালন করেন অনামিকা আজম ফাউন্ডেশন।
সাম্প্রতিক নানা কর্মসূচিতে অর্ধযুগ অতিক্রম করা অনামিকা আজম ফাউন্ডেশন মার
সেবার পাশাপাশি জনগণের মূলধারার উন্নয়নে
সেবার পাশাপাশি জনগণের মূলধারার উন্নয়নে কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। অনামিকা আজম ফাউন্ডেশনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন ফাউন্ডেশনের সুবিধাভোগী অসহায়-দরিদ্র মানুষ। এ লক্ষ্যে নতুন কর্মসূচি নিয়ে আসছে অনামিকা আজম ফাউন্ডেশন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024