হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধি।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে চাটখিল উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সাবেক তিনবারের সফল চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক উপজেলা বিএনপি'র বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আবু ছায়েদ চৌধুরী।
আসন্ন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের কাছে দোয়া চেয়েছন তিনি
মোহাম্মদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড থেকে শুরু করে, ফাওড়া হরিপুর বানসা কামালপুর ,শোল্লা, যশোড়া নোয়াপাড়া, মলংমুড়ি কুলশ্রী পরানপুর,কাকড়াপাড়া, আমিরথী, কালিরহাট হাসর, মলংচর দাসপাড়া, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন, গনসংযোগ কালে সর্বশ্রেণী পেশার মানুষের কাছে দোয়া চান তিনি, এবং নির্বাচনের গণসংযোগ ও অনলাইন ভিত্তিক নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। আবু ছায়েদ চৌধুরী ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড শোল্লা গ্রামের বাসিন্দা।
আবু ছায়েদ চৌধুরী চাটখিল উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি,
তিনি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে জনপ্রিয় একজন মুখ, তিনি জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার চাটখিল প্রতিনিধিকে বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে একটি আধুনিক ইউনিয়ন ও ওয়ার্ড উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং আমি আমার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আস্থাভাজন ব্যক্তি হিসেবে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024