অভয়নগর প্রতিনিধি, মাহাদী হাসান মেহেদী
যশোরের অভয়নগরে সন্ত্রাসী চাঁদাবাজী ও দখলদারীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার আয়োজনে অভয়নগর থানার সামনে বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, এরশাদ শিকদারের জুলুমের শিকার হয়ে একসময় খুলনার ব্যবসায়ীরা নওয়াপাড়ায় চলে এসেছিলো, এবার কতিপয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কারণে নওয়াপাড়ার ব্যবসায়ীরা হুমকির মুখে পড়ে। তারা আরো বলেন, সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক ও চোরাকারবারি, অবৈধ দখলদারিত্বসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে শক্ত ভুমিকা পালন করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা মুফতি আজিমুদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সভাপতি মুফতি আবু রায়হান, সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহাদাৎ হুসাইন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌর শাখার সভাপতি মোকাররম শেখ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পলাশসহ অন্যন্যরা। পরে অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ এমাদুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024