বিশেষ প্রতিদিনঃ মোঃ কাজল ইব্রাহিম
আলীনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম হাজী গণি মিয়ার সুযোগ্য উত্তরসূরী, যুক্তরাজ্য প্রবাসী এবং "আরাফাত নিউজ" পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসাইনের বাল্যবন্ধু ও বিশিষ্ট সমাজসেবক তারেক চৌধুরীর সম্মানে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের বিগল্স ওয়েড শহরে একটি মতবিনিময় ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী তারেক চৌধুরী, যিনি প্রপার্টি ব্যবসার পাশাপাশি সমাজসেবায় ব্যাপক অবদান রেখে চলেছেন, যুক্তরাজ্যে আগমনের উপলক্ষে তার ছোট ভাই লায়েক চৌধুরী, মুনসুন রেস্তোরাঁর মালিকের উদ্যোগে ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আলীনগর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তারেক চৌধুরীর বাল্য ও শিক্ষা জীবনের বিশেষ বন্ধু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং সঞ্চালনা করেন হেলাল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তারেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টমিনস্টার কাউন্সিলের বারবার নির্বাচিত কাউন্সিলর এবং বিশিষ্ট লেখক আজিজ আহমদ তকি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির সিএলপি এবং "আরাফাত নিউজ" পত্রিকার সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসাইন, আলীনগর ইউনিয়ন সমাজকল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সেলিম চৌধুরী, আজিম আহমদ, নাদিয়া বেগমের পিতা জমির আলী এবং অন্যান্য সম্মানিত নেতৃবর্গ।
বক্তারা বলেন, তারেক চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। তার সৌজন্যপূর্ণ ব্যবহারে সবাই মুগ্ধ হয়েছেন। পাশাপাশি আয়োজক লায়েক চৌধুরীকে এই সুন্দর আয়োজন এবং সুস্বাদু খাবার পরিবেশনার জন্য কৃতজ্ঞতা জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, আলীনগর ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক, ও অর্থনৈতিক উন্নয়নের পিছনে রয়েছে একটি গৌরবময় ইতিহাস। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা সবসময় দেশ ও জাতির সেবায় নিয়োজিত। তারেক চৌধুরীও সেই ধারাবাহিকতায় মসজিদ, মাদ্রাসা, ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উদারভাবে অবদান রেখে চলেছেন। এলাকার গরীব ও মেহনতী মানুষের পাশে থেকেছেন এবং তাদের সাহায্য সহযোগিতায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।
তারেক চৌধুরীর বাল্যবন্ধু মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, তারেকের সাথে তার বাল্য ও শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য স্মৃতি রয়েছে এবং তার ওমরাহ ও হজ্বের সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে বাপ্পি চৌধুরীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024