রংপুর সংবাদদাতাঃ
রংপুরের পীরগাছা উপজেলায় বুধবার সন্ধ্যায় কান্দি ইউনিয়নের শিমুলতলী বাজারের মতিয়ার মেম্বার এর বাড়ির পার্শে রাস্তার উপর অটোরিক্সা অজ্ঞাত ব্যাক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অজ্ঞাত (৭০) মারা যায় । পীরগাছা থানা সূত্রে জানা গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।তবে মনির নামের একজন ছেলে জানিয়েছেন উনার নাম মহির মিস্ত্রি উনার বাসা পীরগাছার অনন্তরাম বড়বাড়ি রাঙ্গা হাজির বাড়ির পাশে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024