মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন আহম্মেদ সুজন, সাজ্জাদুল কবির জিম, ইব্রাহিম মন্ডল, দেলোয়ার হোসেন রনি, সোহরাব রিপন মোল্লা, রনি, আমিরুল ইসলাম, আইয়ুব শেখ, পান্নু সরদারসহ ১৯ জনকে জেলহাজতে পাঠানো হয়। আসামিরা সকালে রাজবাড়ী আদালতে হাজির হয়ে জামিন চাইতে যান। এ সময় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান ১ নম্বর আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহম্মেদ।
৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পর বৈষম্যবিরোধী শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে ১৭০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024