বাংলার আলো টিভি ডেস্কঃ
লৌহজং উপজেলা গাওদিয়া ইউনিয়নের নুরপুর গ্ৰামে বন্ধুর বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।
উপজেলার গাওদিয়া ইউনিয়নের পূর্ব বুরদিয়া গ্ৰামের মোঃ আরিফ শেখর পুত্র আবির শেখ আফ্রিদি (২০) ১৭ই এপ্রিল ১০.৩০ ঘটিকায় নুরপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযোগ কারি (মেয়ের মা) রুনা বেগম (৪৪) বলেন, আবির শেখ আফ্রিদির সাথে আমার মেয়ের সামাজিক যোগাযোগে মাধ্যম ফেসবুকে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক হয়। বিভিন্ন সময় আমার মেয়ের সাথে আবিরের ফোনে কথা হতো। এবং আমার মেয়েকে বিয়ের প্রলোভন দিতো। গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বন্ধুর বাসায় নিয়ে যায় । নিয়ে যাওয়ার পর আবির শেখ আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমার মেয়ে শারীরিক সম্পর্কে বাধা দেয়ায় চাকুর ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। আমার মেয়েকে বলে এই কথা তোর বাবা মাকে জানাইলে তোকে প্রাণে মেরে ফেলবো। আমি আমার মেয়েকে অনেক খোঁজাখুঁজির পর ১৮ এপ্রিল রাত আনুমানিক ১০ ঘটিকার সময় তাকে ঘোলতলী বাজার স্ট্যান্ডে পেয়ে বাড়িতে নিয়ে যাই। আমার মেয়ের ধর্ষণের ঘটনার বিষয়টি, আমি জানার পর ১৯ এপ্রিল সন্ধ্যায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, অভিযোগ পেয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর দ্রুত সময়ের মধ্যে আসামি আরিফ শেখ আফ্রিদিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024