মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে উদয় বৈদ্য (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হয়ে এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পোড়াকাটলা গ্রামের মৃতঃ হাজরা বৈদ্যের পুত্র।
পরিবারের বরাত দিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বাঁশ কাটার সময় রাস্তার উপরে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তার স্পৃর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিকভাবে মরদেহ দাহ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024