স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দিনে দুপুরে ভাড়াটিয়া সন্ত্রাসি দিয়ে হামলার অভিযোগ উটেছে সৎভাইয়ের বিরুদ্ধে।
২২ নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কালোয়ার পাড়া এলকায় এই ঘটনাটি ঘটে। এতে কয়েকজন আহত হয়।
জানা যায় যে, দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছিল। দফায় দফায় মিমাংসা করা হলেও স্থায়ী সমাধান আসেনি, যে কারণে দু'পক্ষের মাঝে দন্দ লেগেই আছে।
ভুক্তভোগী মোবারক গণমাধ্যমকে বলেন, সম্প্রতি স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করেন এবং আমি সেই মতে প্রাপ্ত জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘিরা-বেড়া দিয়েছি। প্রতিপক্ষ আব্দুল গফুর ক্ষিপ্ত হয়ে দল বল নিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দেশীয় অস্ত্রসহ সেই টিনের বেড়া ভাংচুর করে এবং আমাদেরকে বেধড়ক মারধর করে বেশ কয়েকজনকে আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
স্থানীয় ১ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সমস্যাটি দীর্ঘদিনের এবং এটির কারণে আমাদের পাড়ার শান্তি ও পরিবেশ নষ্ট হচ্ছে, এই সমস্যার স্থায়ী সমাধান চান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024