হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মোখলেছ মেম্বার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী
বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড পাল্লা বাজারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মোখলেছ মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী মাহবুব আবরার (মাইকেল) বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলাবুট, মুড়ি, চিনি, ট্যাং,খেজুর, আলু, পেঁয়াজ, সেমাই, সয়াবিন।
মোখলেছ মেম্বার স্মৃতি ফাউন্ডেশন ২০২২ সাল থেকে বন্যা দুর্যোগ সহ যেকোনো সময় অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন মরহুম মোখলেছ মেম্বারের সুযোগ্য সন্তান মাহবুব আবরার মাইকেল।
মাহবুব আবরার মাইকেল পিতা মরহুম মোখলেছ মেম্বার ৬০ দশক থেকে প্রায় ৪০ বছর যাবত চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডে ইউপি সদস্য ও পাল্লা বাজার এর সভাপতির দায়িত্ব পালন করেন।
মোখলেছ মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব আবরার মাইকেল বলেন দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। সামাজিক দায়বদ্ধতা অংশ হিসেবে (সিএসআর) তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো। ইফতার সামগ্রী বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত, আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবায়নে ইনশাল্লাহ অসহায় মানুষের জন্য কাজ করে যাবো।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024