বাংলার আলো টিভি ডেস্কঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর উদ্যোগে বিশাল আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১১ ই মার্চ ২০২৫ ইং রোজ মঙ্গলবার বিকেল থেকে শুরু করে সন্ধ্যা সাতটা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ইউনুস আলী সভাপতি শিবপুর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস।
দক্ষিণ শিবপুর মেডিকেল মোড় হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় শত শত মুসল্লীগণ এর অংশগ্রহণে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ নজরুল হক মঞ্জু, জনাব মাওলানা আব্দুর রশিদ সালাফি, সহ-সভাপতি গাইবান্ধা জেলা। জনাব আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আনছারী বিশিষ্ট বক্তা। মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি, মহিমাগঞ্জ দক্ষিণ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস। উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান জনাব মোঃ মোসলেম উদ্দিন প্রধান, বিশিষ্ট সাংবাদিক, মোঃ মোয়াজ্জেম হোসেন আকন্দ। মাওলানা আব্দুস সামাদ মাস্টার, মাওলানা ফরিদ খান, মোহতামিম দক্ষিণ শিবপুর মেডিকেল মোড় হাফেজিয়া
কওমি মাদ্রাসা ও এতিমখানা।
শিবপুর এলাকার উল্লেখযোগ্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন, সেক্রেটারি, শিবপুর এলাকা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস।
পবিত্র রমজান এর ইফতার ও আলোচনা শেষে দেশ জাতি ও এলাকার কবরবাসীর জন্য মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাকির হোসেন (মনু)
zakirhossain215@gmail.com
01712364264
All rights reserved © 2024