আগামী ২৫ জুন থেকে ০১ জুলাই কাতারের সুক ওয়াকিফ প্রাঙ্গনে “বাংলাদেশী আম উৎসব ২০২৫” অনুষ্ঠিত হবে

মোঃ কামরুল ইসলাম, কাতার প্রতিনিধিঃ
কাতারস্থ সকল বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, দোহা, সুক ওয়াকিফ ও কাতার কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সুক ওয়াকিফ প্রাঙ্গনে “বাংলাদেশী আম উৎসব-২০২৫” আয়োজন করা হচ্ছে। আগামী ২৫ জুন ২০২৫ থেকে ০১ জুলাই ২০২৫ পর্যন্ত ০৭ দিনব্যাপি এ মেলা আয়োজিত হবে।
এ মেলায় বাংলাদেশী বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম ছাড়াও সকল ফলজাত পণ্য (আচার, জুস, আইসক্রিম, কেক ইত্যাদি) এবং অন্যান্য দেশীয় ফল প্রদর্শন ও বিক্রয় করা হবে।
”বাংলাদেশী আম উৎসব-২০২৫” এ অংশ গ্রহনে ইচ্ছুক সকল ব্যাবসায়ীদের জরুরী ভিত্তিতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগঃ
+৯৭৪-৫০২৮৯১৭১
+৯৭৪-৫০৯৪৩০৪৭
+৯৭৪-৬৬১০৬০২৪
আপনার মতামত লিখুন :
মন্তব্য করুন
More News Of This Category



