মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করার ভিশন নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি পূর্ব আদর্শ থানা শাখার অফিস, ধুরইল বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন স্থানে শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকাল ৫ ঘঠিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি পূর্ব আদর্শ থানা শাখার আয়োজনে ফিতা কেটে এ অফিসের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জুয়েল হোসেন।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবির পূর্ব শাখার সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার),
জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন আটাপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সামছুল আলম, কুসুম্বা ইউনিয়নের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ছাত্রশিবিরের পূর্ব শাখার সেক্রেটারি মোঃ সোহরাব হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।