বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
যশোরের শার্শার ৮নং বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত চাটখিল উপজেলা রেড ক্রিসেন্ট টিমের উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প নোয়াখালীর চাটখিলে দুই মহিলা মাদক কারবারি ১৬০০ ইয়াবাসহ গ্রেফতার আলফাডাঙ্গায় শীতার্তদের মাঝে খেলাফত মজলিস এর শীতবস্ত্র বিতরণ চাটখিলে জাতীয়তাবাদী সমবায় দলের আহবায়ক কমিটি ঘোষণা সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থিদের জয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্যাশন হাউস ‘সিগনেচার কালেকশন’-এর প্রথম শাখা উদ্বোধন থানার হাট হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও বনভোজন-২০২৫ অনুষ্ঠিত টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির পথসভা ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
/ ৯৪ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ৩:২৭ অপরাহ্ন

 

 

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সারাদেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন। এরই ধারাবাহিকতায় উলিপুর বিএনপির কার্যালয়ে শনিবার (১৯ অক্টোবর) বিকালে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে পাথরের মত চেপে বসেছিল। গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু মানুষের কোন স্বাধীনতা ছিল না। এই সময় বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু কোন কার্যকারীতা ছিল না। এ দেশে নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের কোন ভোটাধিকার ছিল না। তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দেশে ছিলেন না কিন্তু আমাদের রক্ষার জন্য দুরন্তর পথ সংগ্রাম চালিয়ে গেছেন। সারাদেশে এই ১৬ বছরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তবুও আমরা রাজপথ ছাড়ি নাই। গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান।

তারেক রহমানের নিদের্শ দলের কোন নেতা-কর্মী বিশৃঙ্খলা অনিয়ম ও জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়ালে দল তাদেরকে ক্ষমা করবে না, সে যত বড়ই নেতা হোক। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিষ্টের দোষররা যাতে দলের আশ্রয় প্রশ্রয় না পান এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। গত ১৬ বছরে মিছিল-মিটিং, আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ করেছে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই সকল নেতা কর্মীকে আমরা আজকে নতুনদের ভীড়ে হারিয়ে না ফেলি তার জন্য খেয়াল রাখতে হবে।

লিফলেট বিতরণকে ঘিরে তিনি বলেন, ‘আপনারা লিফলেট বিতরণকে দিনক্ষণ-তারিখের মধ্যে না রেখে আজকে থেকে আগামী নির্বাচন না হওয়া পযর্ন্ত গনসংযোগ অব্যাহত রাখবেন। সেটি লিফলেট বিরতরণ করেও হতে পারে আবার লিফলেট ছাড়াও হতে পারে। প্রতিদিন আপনারা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পযর্ন্ত একজন মানুষের কাছেও বিএনপির বার্তা পৌছে দিতে পারেন। বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারেন। তাহলে আমার বিশ্বাস আগামী নির্বাচনের আগে বাংলাদেশে প্রতিটি ভোটারের কাছে বিএনপির বার্তা পৌঁছানো সম্ভব হবে বলে আমি মনে করি।’

সভা শেষে পৌর সদরে জনগনের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরন করেন।

আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশ, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, উলিপুর উপজেলা সভাপতি হায়দার আলী উপজেলা যুবদলের আহবাহক তৌফিকুল ইসলাম লাভলু সদস্য সচিব ইমতিয়াজ শামীম, যুবদলের আহবায়ক তৌফিকুল ইসলাম লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ্জাকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, সহ স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।