বিশেষ প্রতিনিধিঃ কাজল ইব্রাহিম
বর্ণাঢ্য আয়োজন ও উৎফুল্ল পরিবেশের মধ্য দিয়ে গাজীপুর সাংবাদিক ইউনিটির বার্ষিক ‘আনন্দ ভ্রমণ’ কিশোরগঞ্জের নিকলীতে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ, সদস্য ও সহযোগী সদস্যরা দিনব্যাপী এ ভ্রমণে অংশগ্রহণ করেন এবং প্রকৃতির সৌন্দর্যে নিজেদের মুক্ত ও প্রাণবন্ত করে তোলেন।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় গাজীপুর থেকে একটি হায়েস ও একটি প্রাইভেট কারযোগে কিশোরগঞ্জের নিকলী উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সাংবাদিক ইউনিটির সদস্যরা। নিকলীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি হাওরের নির্মল হাওয়ায় সিক্ত হয়ে সকলে আনন্দঘন মুহূর্ত কাটান। হাওরের বিস্তৃত জলরাশির প্রান্তরে ফটোসেশনে মেতে ওঠেন তারা। কেউ নিজস্ব স্টাইলে ছবি তুলেছেন, আবার কেউ সেলফিতে নিজের অভিজ্ঞতা বন্দী করেছেন।
ভ্রমণের প্রধান আয়োজনটি পরিচালিত হয় গাজীপুর সাংবাদিক ইউনিটির আহবায়ক এম এ ফিরোজা লাভলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাইউল উদ্দিন খানের সঞ্চালনায়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রশীদ মিয়া।
ভ্রমণে আরও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য মোল্লা রশিদ, মো. রাকিব হোসেন, নাসির উদ্দিন, চ্যানেল এস টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, আব্দুল আলী, সারোয়ার আলম, মনির, শামীম এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এবারের ভ্রমণে সংগঠনের সদস্য সচিব মো. হাইউল উদ্দিন খান ও উপদেষ্টা আব্দুর রশীদ মিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা এ আয়োজনকে সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।