হুমায়ন আকাশ, নোয়াখালী প্রতিনিধিঃ
১৮ জানুয়ারী শনিবার চাটখিল প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয়তাবাদী সমবায় দলের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় দলের সদস্য ও নোয়াখালী জেলা সমবায় দলের আহবায়ক দিদারুল আলম মাসুদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমবায় দলের সদস্য এবং নোয়াখালী সমবায় দলের সদস্য সচিব জনাব শাহ আলম বাবলু ।
সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা সমবায় দলের যুগ্ম আহবায়ক এবং নবগঠিত কমিটির আহবায়ক মাইন উদ্দিন।কর্মী সম্মেলন অনুষ্ঠানে সঞ্চালনায় দায়িত্ব পালন করেন নোয়াখালী জেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম।
উক্ত কমিটিতে সভাপতি সদস্য সচিব সহ নির্বাচিত অনেক নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত সদস্যরা কেন্দ্রিয় সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান।
বিশেষ করে যাদেরকে ধন্যবাদ জানান তারা হলেন
অধ্যক্ষ নুর আফরোজ জ্যোতি, নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি আসন, সাবেক এমপি-ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,
দিদারুল আলম মাসুদ,
শাহ আলম,অ্যাডভোকেট আবু হানিফ প্রমুখ।
জাতীয় সমবয় দলের নোয়াখালী জেলার যুগ্ন আহবায়ক ও চাটখিল উপজেলা সমবায় দলের সদস্য সচিব আব্দুল হাকিম সবাইকে
অভিনন্দন জানান, আব্দুল হাকিম বলেন
আমরা যে দায়িত্ব পেয়েছি
তা আমাদের সঠিক ভাবে পালন করতে হবে।
আজকের কর্মীর সম্মেলন অনুষ্ঠানে যারা নির্বাচিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।