বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর ছিদ্দিকীয়া এতিমখানা মাদ্রাসার এতিম, গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস, মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পরানপুর ছিদ্দিকিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন (মনু), সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ফারুক মিজি, সদস্য মোঃ আলা উদ্দিন (রোকন), সদস্য মোঃ আব্দুল হাই, সদস্য মোঃ শিবলু এবং অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী।
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ইউছুপ, মোঃ আমির হোসেন (মিজান), চাটখিল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম (হাসান), মোঃ আবু তাহের, মোঃ মনির হোসেন (মনু), পল্লী বিদ্যুৎ এর ডিলার মোঃ কামাল হোসেন, মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ আলা উদ্দিন বেপারী এবং মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিজানুর রহমান প্রচন্ড শীতকে উপেক্ষা করে রাতের বেলায় পরানপুর এতিমখানার এতিম, গরীব, অসহায় এবং সুবিধা বঞ্চিত ছাত্রদের জন্য কম্বল নিয়ে ছুটে এসেছেন। তিনি সকল ছাত্রদের সাথে কৌশল বিনিময় করেন ও সবার কথা শুনেন এবং অত্র এতিমখানায় খাদ্য ও বিভিন্ন সাহায্য এবং সহযোগিতা করবেন বলে আস্বস্ত করেন।