শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা–ডাঃ শফিকুর রহমান  যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব, ট্রাম্পের সংবিধান বিরোধী আদেশ স্থগিত করল আদালত নিউইয়র্কে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ-এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বিভক্তির কবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা মানবতার ফেরিওয়ালা অনামিকা আজমের অর্ধ যুগের গল্প ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা থানার হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জনাব মোঃ আবুল হোসেন সাতক্ষীরায় গণফোরামের সম্মেলন অনুষ্ঠিত যশোরের শার্শার ৮নং বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত চাটখিল উপজেলা রেড ক্রিসেন্ট টিমের উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা–ডাঃ শফিকুর রহমান 
/ ৯ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ২:১৬ অপরাহ্ন

 

বাংলার আলো টিভি ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন এমন কোন কর্মকান্ড করবেন না যাতে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়। চাঁদাবাজি ও দখল বাণিজ্য এবং মামলা বাণিজ্য বন্ধ করতে হবে।
জাতীয় ঐক্য বিনষ্ট হলে পুনরায় ফিরে আসার সুযোগ পাবে ফ্যাসিস্টরা । জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার (২৪জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল কর্মী সমাবেশে এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়ন নামে ২৬ লাখ কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না।
আওয়ামী লীগ সরকারের আমলের সংঘটিত সকল হত্যার বিচার চাই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।

প্রধান অতিথি ডা.শফিকুর রহমান আরো বলেন ১৯৭২ সালের ১০ জানুয়ারী থেকে ২০২৫ সালের ২৪ জানুয়ারী অদ্যবধি পর্যন্ত দীর্ঘ ৫৩ বছরের প্রত্যেকটি খুন,গুম ও অপকর্মের বিচার বাংলার মাটিতে হবে। যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষকে জুলুমভাবে অত্যাচার করেছে, জমি দখল করেছেন,ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে,অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন,তাঁদের ইজ্জতে হাত দিয়েছে এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করার দাবি জানান।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন ফারুকী’র সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন -জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ব্যারিস্টার সালেহীন ও অধ্যাপক আজিজুর রহমান স্বপন,কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন,অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহাজালাল সবুজ ও স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত কর্মী সম্মেলন সফল করতে জেলার প্রত্যেকটি ইউনিয়নের পাড়া-মহল্লা থেকে জামায়াতে ইসলামী ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী সকালে সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়ে জামায়াতে আর্দশকে কুড়িগ্রামের মাঠিতে প্রমাণ করে।

সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন সরকারি যেকোনো বাজেট বাস্তবায়নে অন্য কারো পকেটে যেন ৯০ ভাগ ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে তারা নষ্টের মুখেমুখি করেছে,কুড়িগ্রামের ফেলানী আজ সারা বিশ্বের কাছে নন্দিত।
সকল ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।।

আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Our Like Page

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।