বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালী মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সুমি (২১) গত ২ জানুয়ারি বৃহস্পতিবার বিনোদপুর (সোনাপুর সংলগ্ন) তার বোনের বাসা থেকে নোয়াখালী সদর হাসপাতালে যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। তার বোনের ভাষ্যমতে, সুমি শারীরিক অসুস্থতার কারণে সকাল ১১ টার দিকে নোয়াখালীর সদর হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় সুমির পরিবার উদ্বেগ প্রকাশ করে এবং সন্ধান চেয়ে তার মেজো বোনের স্বামী মোঃ ইয়াছিন সারোয়ার সুধারাম থানায় সাধারণ ডায়রি (জিডি) করে পুলিশের সহায়তা চেয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুমি নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না।
সুমির পরিচিতরা জানাচ্ছেন, তিনি একজন মেধাবী শিক্ষার্থী এবং সম্প্রতি শারীরিক অসুস্থতায় ভুগছেন কিন্তু এভাবে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় তাদের মাঝেও উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছেন।
বর্ননাঃ
নামঃ জান্নাতুল মাওয়া সুমি
বয়সঃ ২১
উচ্চতাঃ ৪ ফুট ১০”
অন্যান্যঃ গায়ের রং শ্যাম বর্ন, গায়ে কালো বোরকা, হিজাব পড়া, মাস্ক পড়া।
যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি মেয়েটির খোঁজ পেয়ে থাকেন দয়া করে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। 01602-087594
মেয়েটিকে খুঁজে পেতে বেশি বেশি শেয়ার করুন।