মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
আজ ২২ ডিসেম্বর রবিবার দুপুরে ঠাকুরগাাঁও-বালিয়াডাঙ্গী সড়কের চিনিকল গেট এলাকায় বিএনপি ঠাকুরগাঁও রোড আঞ্চলিক বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, চিনিকল শ্রমিক দলের নেতা উজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সবুজ ও উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক আবুল ফজল প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীদের দলে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ করার কথা জানান আন্দোলনকারীরা।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইনজীবী আব্দুল হালিম জানান, ২১ ডিসেম্বর শনিবার সন্ধায় ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লায় পৌর বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপি নেতা তারেক আদনান সহ অনেকেই।