মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে নব নির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার শাখার ২০২৫-২০২৬ সেশনে আমির হিসাবে শপথ গ্রহণ করেছেন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যাপক (রাষ্ট্র বিজ্ঞান) বেলাল উদ্দিন প্রধান । গতকাল ৪ঠা নভেম্বর সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের অফিস চত্বরে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মাওলানা অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গঠনতন্ত্রে উল্লেখিত শপথবাক্য পাঠ করান রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দীন আহম্মদ প্রমুখ। এ সময় নব-নির্বাচিত ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান শপথবাক্য পাঠ করেন।