গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দিনাজপুরের বীরগঞ্জ পৌর শাখার কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে শ্রমিক নেতা শাহীন সরদারকে আহ্বায়ক ও শ্রমিক নেতা মো: রফিকুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
গত রোববার (২ ডিসেম্বর) রাতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান। নব-ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহ্বায়ক মো: শাহীন সরদার, যুগ্ম আহ্বায়ক মো: রাজু ইসলাম, সদস্য সচিব মো: রফিকুল ইসলাম , সদস্যবৃন্দরা পর্যায়ক্রমে হলেন, মো: রফিকুল ইসলাম, মো:শাহিরুল ইসলাম, মো: রবিউল ইসলাম, মো:ইমরান, মো:জয়নাল আলী,মো:মিঠু, মো:ইয়াকুব, মো:টিটন,মো:ইয়াছিন, মো: জসিমউদদীন, মো:নুর হোসেন,মো: রুহুল আমিন, মো:আরিফ ও মো: বেলাল। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল অনুমোদনপ্রাপ্ত নবঘোষিত বীরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক শাহীন সরদার ও সদস্য সচিব মো: রফিকুল ইসলাৃসহ সকল নেতৃবৃন্দকে দিনাজপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: মোস্তাকিম বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা পৌর শ্রমিক দলের কার্যক্রম আরো গতিশীল ও তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করতে উদাত্ত আহব্বান জানান। সেই সাথে বিএনপি চেয়ারপারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপি ঘোষিত একদফা আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।