আবু তালেব, লালপুর, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময়, শিক্ষার্থীদের ফুটবল বিতরণ, ও গণসংযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর নেতা এএসএম মোকারেববুর রহমান নাসিম।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দিনব্যাপী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী, দুড়দুড়িয়া, লালপুরসহ বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে এবি পার্টির (ঈগল প্রতীক) নিয়ে নির্বাচনের ঘোষণা দেন এবং ভোট প্রার্থনা করেন।
এসময় তিনি সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, আগামী দিনে ঘুষ ও দূর্নীতিমুক্ত লালপুর-বাগাতিপাড়া গড়তে এবি পার্টির বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন এবি পাটির নেতা মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাকিম, হাসমত আলী মারহাবা প্রমূখ