মোঃ কাউছার পাটোওয়ারী, বিশেষ প্রতিনিধিঃ
২৬ শে অক্টোবর শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জনসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ হালিম জুয়েল এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগ দেন।
এম এ হালিম জুয়েল বলেন সিদ্ধিরগঞ্জে কোন সন্ত্রাসী ও চাঁদাবাজী চলবে না, চাঁদা মুক্ত সিদ্ধিরগঞ্জ চাই আমরা। তিনি আরো বলেন ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একটি মহল বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবি করছে এগুলোকে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন শেখ হাসিনার আমলে আমরা অনেক হামলা মামলার শিকার হয়েছি এসব মামলা থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও সদস্য কেন্দ্রীয় কমিটি এবং সাবেক এমপি নারায়ণগঞ্জ-৪ আসন। প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন বলেন শেখ হাসিনার আমলে আমরা আমাদের বাড়ি ঘরে থাকতে পারিনি এবং আমার বউ মারা যাওয়ার পর তাকেও মাটি দিতে পারিনি, যে নেতারা কারা নির্যাতিত হয়েছে তাদেরকে আমরা কখনো ভুলবো না। তারা আমাদের দুঃসময়ে পাশে ছিলো ।