বাংলার আলো টিভি ডেস্কঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া হাজি বাড়ির সামনে সিএনজি চালক দেলোয়ার হোসেন (২৪) কে মারধর করে জখম, সিএনজি ভাংচুর, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
এ ব্যাপারে সিএনজি চালক দেলোয়ার হোসেন বাদী হয়ে ৭জন সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ জমিদার বাড়ির শামসুল হকের ছেলে সিএনজি চালক দেলোয়ার হোসেন গতকাল ৫ ডিসেম্বর ২০২৪ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে ফাওড়া হাজি বাড়ির সামনে থেকে ১জন যাত্রী গাড়িতে উঠানোকে কেন্দ্র করে মোঃ সালা উদ্দিন (৩০), মোঃ ফারুক (৪০) মোঃ জহির (৩০) সহ আরো ৬/৭ জনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সিএনজি চালককে মারধর করে জখম করে। এসময়ে তার পকেটে থাকা মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫শত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।
চাটখিল থানার ডিউটি অফিসার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।