মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকসীয়া বাড়ি গ্রামে মোঃ হানিফ ফকির ও মোস্তাফিজুরের বাড়িতে ঢুকে সন্ত্রাসী কায়দায় জখম ও মারধরের অভিযোগ উঠেছে।
আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকসিয়াবাড়ি গ্রামে আহত হানিফ ফকিরের মেয়ে নাসরীন আক্তার বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগে উল্লেখ করেন হানিফ ফকিরের সাথে একই গ্রামের বিবাদী ওমর আলীর সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল।
বিবাদী ওমর আলী ১২/১৩ জন সন্ত্রাসী নিয়ে ধারালো রামদা, ছ্যানা, লোহার হাতুড়ি, লোহার রড, ষ্টীলের পাইপ, হকিস্টিক, বাঁশের লাঠি, কাঠের বাটাম সহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে, বাড়িতে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে বাদী মোস্তাফিজুর ঘর থেকে বেরিয়ে এসে গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদী ওমর আলীসহ তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি ভাবে আঘাত করলে হানিফ ফকির ও ছেলে মোস্তাফিজুর গুরুতর ভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্যদের শোরচিৎকারে স্হানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
আহত হানিফ ফকিরের মেয়ে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেনঃ ১/ মোঃ ওমর আলী (৫০) পিতা-মোহাম্মদ আলী, ২/ মোঃ ছন্দু মিয়া (৩২) পিতা-মোঃ আলী মিয়া, ৩/ মনোয়ারা বেগম (৩৪) পিতা-মৃত মোহাম্মদ আলী, ৪/ রহিমা বেগম (৩৭) স্বামী-মোঃ ওমর আলী, ৫/ রোজিনা বেগম (৩৫) স্বামী-মৃতঃ সুরুজ মিয়া, ৬/ আছিয়া বেগম (৩৪) স্বামী-মোঃ ইমদাদুল মিয়া, ৭/ সোনালী বেগম(২৮) স্বামী-মোঃ আকরাম মিয়া, ৮/ লতাশা বেগম (২৬) স্বামী-মোঃ রহিম মিয়া ও ৯/ জাঁকিয়া বেগম ((৪৫) স্বামী-মৃতঃ আলী মিয়া।
উক্ত বাদী নাসরীন আক্তার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।